এঙ্গলারবাজার জিপির নাম পরিবর্তনে তীব্র আপত্তি স্থানীয় জনতার
ডিলিমিটেশন প্রক্রিয়ায় করিমগঞ্জ জেলার এক একটা জিপি যেন অস্তিত্ব হারাতে বসেছে , খসড়া তালিকা প্রকাশের পর এমনটাই অভিযোগ প্রকাশ্যে এসেছে । গত দুদিন থেকে বিভিন্ন জিপির পঞ্চায়েত প্রতিনিধি দলবেঁধে জেলা শাসক কার্যালয়ে এসে নিজেদের আপত্তি তুলে ধরছেন । আজ বদরপুরের এঙ্গলারবাজার জিপি সভানেত্রীর প্রতিনিধি মুজিবুর রহমান লস্কর দত্তপুর তাঁর এলাকার বেশ কজন ব্যক্তিকে নিয়ে এসে এই ডি লিমিটেশন প্রক্রিয়ার তীব্র আপত্তি জানান এবং জিপির নাম কোনোভাবেই যাতে না বদলানো হয় সেই দাবি রাখেন । ঠিক একই ভাবে বড়তল গ্রামের সমাজসেবী নজরুল ইসলাম এই ডি লিমিটেশন প্রক্রিয়ার তীব্র আপত্তি জানিয়ে নিজের মতামত তুলে ধরেন ।